
গুরুতর অসুস্থতার কারণে বাংলাদেশের সংবিধানের অন্যতম রচয়িতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ফুসফুসসহ শারীরিক বিভিন্ন জটিলতায় তিনি চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, সর্বশেষ গত বুধবার তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত ছিলেন।
৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন একজন প্রখ্যাত আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ। ১৯৭২ সালে তিনি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির নেতৃত্ব দেন।
মন্তব্য করুন