
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ব্যবসায়ী ও পল্লি চিকিৎসক খোকন চন্দ্র দাসকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ধানুকা মনসা বাড়ি মন্দিরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন পেশা ও বয়সের মানুষ অংশ নিয়ে হামলার নিন্দা ও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এটি শুধু একজন ব্যবসায়ীর ওপর হামলা নয়, মানবতার ওপর আঘাত।
ঘটনার সঙ্গে সম্পর্কিত মামলায় খোকন চন্দ্র দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে বৃহস্পতিবার গভীর রাতে ডামুড্যা থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ এখনও তাদের গ্রেপ্তারে তৎপর।
পুলিশ জানায়, ৩১ ডিসেম্বর রাতের ঘটনায় খোকন চন্দ্র দাস বাড়ি ফেরার পথে তিলই বাসস্ট্যান্ড এলাকায় তিনজন সন্ত্রাসীর হামলার শিকার হন। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন এবং শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেন। প্রাণ বাঁচাতে তিনি পাশের পুকুরে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন, পরে অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
মানববন্ধনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী বলেন, “খোকন চন্দ্র দাসের ওপর হামলাটি বর্বরোচিত ও ন্যক্কারজনক। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সভাপতি সমীর কিশোর দে, জেলা শাখার উপদেষ্টা অরুণ সাহা, সাধারণ সম্পাদক গোবিন্দ দত্ত, যুব ঐক্য পরিষদের সেক্রেটারি নিলয় ভট্টাচার্যসহ অন্যান্য নেতাকর্মীরা।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক জানান, মামলাটি তদন্তাধীন এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর।
মন্তব্য করুন