
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড এবং গাড়ির স্টিকার সংগ্রহের প্রক্রিয়া এবার অনলাইনে সম্পন্ন করতে হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
তিনি বলেন, এতদিন প্রতিটি নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সরাসরি আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর সেখান থেকেই কার্ড ও গাড়ির স্টিকার দেওয়া হতো। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের বাড়তি ব্যয় হতো। এসব বিবেচনায় এবার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।
নতুন ব্যবস্থায় একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য পূরণ ও সংশ্লিষ্ট কাগজপত্র সংযুক্ত করতে হবে। আবেদন অনুমোদিত হলে দেশীয় সাংবাদিকরা নিজ নিজ সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা কার্ড ও গাড়ির স্টিকার ঘরে বসেই ডাউনলোড করতে পারবেন।
আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এ। আবেদনের সময় অফিসের প্যাডে করা আবেদনপত্রের কপি, পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য পিআইডি কার্ড থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
মন্তব্য করুন