
প্রতি বছরের ন্যায় এবারও ইতিহাস প্রসিদ্ধ নেকমরদ ঔরশ মেলার আয়োজন করা হয়েছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় । মেলায় সার্কাস ও সামাজিক দোকানপাটের অনুমতি থাকলেও রাতে বসানো হচ্ছে অশ্লীল নৃত্যের আসর। রাত গভীর হওয়ার সাথে সাথেই চলছে নগ্ন নাচ। এসব অশ্লীল নগ্ন নাচ দেখতে চড়া দামে টিকিট কেটে নাচের আসরে ভীড় জমাচ্ছে শিক্ষার্থী সহ উঠতি বয়সের যুবকরা।
আর এ মেলার সভাপতি হচ্ছেন উপজেলা নিবার্হী অফিসার নিজেই। এলাকাবাসীর দাবি তার মদদেই চলছে অশ্লীল নাচের আসর এমন আয়োজনের জন্য সচেতন মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে সরেজমিনে গিয়ে দেখা ও জানা হয়েছে কাতিহার-নেকমরদ সড়কের পাশে কৃষি আবাদি জমিতে ইতিহাস প্রসিদ্ধ নেকমরদ ঔরশ মেলার আয়োজন করা হয়েছে।
এসব জমিতে বিভিন্ন ফসল চাষাবাদ হয় এবার আবাদ বন্ধ রেখে মালিকদের সঙ্গে কথিত চুক্তি করে এ মেলা বসিয়েছে আয়োজকরা। মেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণে গড়ে তোলা হয়েছে দুই শতাধিক দোকানপাট। বিভিন্ন প্যান্ডেলে চলছে সার্কাস, মৃত্যু ঝুঁকিপূর্ণ মোটরসাইকেল ও কার খেলা। অদূরেই তৈরি করা দি গ্রেট লায়ন ও রওশন সার্কাস এ দুটি সার্কাস প্যান্ডলে দুপুর ১২ টা থেকে রাত্রি ১২ টা পর্যন্ত চলে, আবার সন্ধ্যার পরে শুরু হয় অশ্লিল নৃত্য।
দুই সার্কাসের আকর্ষণ বাড়াতে প্যান্ডেলের মূল ফটকে সাঁটানো হয়েছে চলচিত্রের নায়ক নায়িকাদের ছবি সম্বলিত ব্যানার। ছবি দেখেই হুমড়ি খেয়ে পড়ছে উঠতি বয়সী যুবকরা। প্রথম ক্লাস ১২০, দ্বিতীয় ক্লাশ ১শত ও তৃতীয় ক্লাস ৮০ টাকা দিয়ে টিকিট কেটে সার্কাসে প্রবেশ করছে নানা বয়সী মানুষ। রাত ৯ টায় শুরু হয় সার্কাসের নামে অসামাজিক নাচ। হিন্দি গানের তালে তালে অশ্লীল অঙ্গভঙ্গি করে মঞ্চ মাতাচ্ছে একদল সুন্দরী রমণী।
এতেই খুশি হয়ে তাদের উপর কারি কারি টাকা ছিটাচ্ছে আকর্ষিত দর্শকরা। মেলা দেখতে আসা পীরগঞ্জ পৌরশহরের বাসিন্দা আজিজুল ইসলাম, বিলকিস বেগম ও নাজমা খাতুন বলেন, কি বলবো আগে শুনে এসেছি রাতে যাত্রাপালাতে এসব অশ্লীল নৃত্য দেখানো হয়। আজকে শাশুড়ী বউমা সহ পরিবার নিয়ে এসেছিলাম মেলায় নায়ক নায়িকা দেখতে এসে যা দেখলাম একবারে বলার মতো না।
নর্তকী নাচ লজ্জায় বের হয়ে গেছি। এবিষয়ে মেলা কমিটির সাধারণ সম্পাদক নবী আলী মুঠো ফোনে জানান, আমি বাইরে আছি এ নিয়ে পরে কথা হবে। রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও মেলা কমিটির সভাপতি খাদিজা বেগম মুঠো ফোনে জানান, বিষয়টি আমি অবগত নয়।আপনার মাধ্যমে জানতে পারলাম ব্যবস্থা নিচ্ছি। বলে তিনি এড়িয়ে যান।
মন্তব্য করুন