
রাজধানীতে তীব্র গ্যাস সংকট: কারণ জানাল তিতাস গ্যাস রাজধানী ঢাকায় তীব্র গ্যাস সংকটের মূল কারণ জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে একটি মালবাহী ট্রলারের ধাক্কায় গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা মহানগরীতে গ্যাস সরবরাহে মারাত্মক ব্যাঘাত ঘটেছে।
তিতাস গ্যাস সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চলমান রয়েছে। তবে মেরামত কার্যক্রমের সময় পাইপলাইনে পানি ঢুকে পড়া এবং একই সঙ্গে সার্বিকভাবে গ্যাস সরবরাহ কম থাকায় নগরজুড়ে তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) প্রকাশিত এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গ্যাসের স্বল্পচাপ সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট টিম নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
এদিকে সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে।

মন্তব্য করুন