
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বর্তমান সরকারের জটিল পরিস্থিতি তৈরি করার উদ্দেশ্যে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে এক শোকবার্তায় তিনি এ মন্তব্য করেন। তিনি হত্যাকাণ্ডকে অমানবিক ও নৃশংস উল্লেখ করে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কড়া নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।
বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগের শাসন চরম স্বৈরাচারী হয়ে ওঠার পর দুষ্কৃতকারীরা আবারও দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে এবং নৈরাজ্যের সুযোগ নিতে শুরু করেছে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা সেই অপতৎপরতার নৃশংস প্রকাশ।
তিনি আরও বলেন, সরকারকে বিব্রত করার উদ্দেশ্যেই এ ধরনের ভয়াবহ ঘটনা পুনরায় ঘটানো হচ্ছে। তাই দুষ্কৃতকারীদের কঠোরভাবে দমন করা ছাড়া বিকল্প নেই।
ফখরুল সতর্ক করে বলেন, গণতন্ত্র এবং ভোটের অধিকার নিশ্চিত করতে, এছাড়া দেশের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সব শ্রেণি-পেশার মানুষকে একজোট থাকতে হবে। না হলে ক্ষমতাসীনদের সহায়করা দেশের স্থিতিশীলতা ভাঙার চেষ্টা করতে পারে।
বিএনপি মহাসচিব হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়া তিনি নিহতের আত্মার শান্তি কামনা করে শোকার্ত পরিবারকে সমবেদনা জানান।
ঘটনার তথ্য অনুযায়ী, বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে কারওয়ান বাজারে স্টার কাবাব হোটেলের পাশে মুসাব্বিরকে গুলি করা হয়। এতে তার সঙ্গে থাকা তেজগাঁও থানার ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারিও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিআরবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। এরপর তার স্ত্রী সুরাইয়া বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তেজগাঁও থানায় মামলা দায়ের করেন।
মন্তব্য করুন