গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সরকারি জায়গা থেকে অবৈধভাবে মূল্যবান বিরল প্রজাতিন পোয়া গাছ কেটে আত্মসাৎ করার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম লিয়াকত আলী লাক্ষু।
তিনি উপজেলার পুরাতন মুকসুদপুর গ্রামের মৃত মালেক শেখের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) সকালে, অভিযুক্ত লিয়াকত আলী লাক্ষু সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে পুরাতন মুকসুদপুর এলাকায় সরকারি মালিকানাধীন জায়গা থেকে মূল্যবান গাছ কেটেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত। এ সময় গাছ কেটে আত্মসাৎ করার প্রস্তুতিকালে লিয়াকত আলীকে হাতেনাতে ধরে ফেলা হয়।
পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেড ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং সরকারি সম্পদ চুরির চেষ্টার অপরাধে অভিযুক্তকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত বলেন, গাছ কেটে আত্মসাৎ করার প্রস্তুতিকালে লিয়াকত আলীকে হাতেনাতে ধরে ফেলা হয়। সরকারি সম্পদ চুরির চেষ্টার অপরাধে অভিযুক্তকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
মন্তব্য করুন