গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের ১৪ জন নেতা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) সকালে, উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের কালিনগর বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে, ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অখিল বিশ্বাস, ক্রীড়া সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, সদস্য নিশিকান্ত বিশ্বাস, অধীর ভক্ত, পরিক্ষিত বালা, ভাবড়াশুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি বিপ্লব বালা, নিশিকান্ত বিশ্বাস, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক দিননাথ বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রমথ মন্ডল, সদস্য রাম প্রসাদ, ভবোতোষ বিশ্বাস, চিরন্জিত বিশ্বাস, সরোজিত ভক্ত, ভবোতোষ ঠাকুর পদত্যাগের ঘোষণা দেন।
এসময় লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা স্বেচ্ছায় ও স্বজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।
সংবাদ সম্মেলনে তারা শান্তিপূর্ণভাবে নিজেদের সিদ্ধান্তের কথা জানান এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান সম্পর্কে কোনো মন্তব্য করেননি।
মন্তব্য করুন