গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া গ্রামের রুইতার বিলে মন্টু মোল্লার দুটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায় , মন্টু মোল্লা রুইতার বিলে দীর্ঘদিন ধরে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন।
গত মঙ্গলবার রাতের আঁধারে দুর্বৃত্তরা তার পুকুরে বিষাক্ত দ্রব্য প্রয়োগ করে। এতে পুকুরে থাকা সকল প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। ক্ষতিগ্রস্ত মন্টু মোল্লার দাবি, এতে তার পাঁচ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী মন্টু মোল্লা বাদী হয়ে মুকসুদপুর থানায় তিনজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, ইসরাফিল শেখ, আসাদ কাজী এবং রফিক শেখ। মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার সুকান্ত বাউল বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় মৎস্য চাষিরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন