
মাদারীপুরে শিক্ষার্থীদের মেধা বিকাশ, নিয়মিত পড়াশোনায় উৎসাহ সৃষ্টি ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে জৈনদ্দিন মোড়ল স্মৃতি পাঠাগারের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম ও অষ্টম শ্রেণির মোট ২৩৭ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় শহরের চরমগুগরিয়া মার্চেন্টস বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একশ’ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন মাদারীপুর সরকারি গণগ্রন্থাগারের সহকারী কর্মকর্তা রেবেকা সুলতানা এবং মাদারীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহান।
জৈনদ্দিন মোড়ল স্মৃতি পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক শাহ আলম জানান, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব ও পড়াশোনার আগ্রহ বাড়াতে প্রথমে উপজেলার একটি ইউনিয়নে এ বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছিল। এবছর তা সম্প্রসারণ করে পুরো সদর উপজেলার শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে এর পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
পাঠাগারের সভাপতি মো. ইব্রাহিম মিয়া বলেন, বেসরকারিভাবে আয়োজিত এই বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। চলতি জানুয়ারি মাসেই পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বৃত্তিপ্রাপ্ত ৫০ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে এককালীন নগদ অর্থ তুলে দেওয়া হবে।
আপনি চাইলে এটিকে আরও সংক্ষিপ্ত সংবাদ, ফিচার স্টাইল বা অনলাইন পোর্টালের উপযোগী করে সাজিয়ে দিতে পারি।
মন্তব্য করুন