ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতির পর কবে নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে এখনই আলোচনা করা সময়োচিত নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাঁর মতে, এই মুহূর্তে ওয়াশিংটনের প্রধান লক্ষ্য নির্বাচন আয়োজন নয়; বরং কারাকাসের বর্তমান নেতৃত্বকে নীতিগত সংস্কারে বাধ্য করা।
রোববার মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসির অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’-এ এক প্রশ্নের জবাবে রুবিও বলেন, ভেনেজুয়েলায় কত দ্রুত নির্বাচন হবে—এ প্রশ্নের উত্তর দেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তাঁর ভাষায়, এই ধরনের আলোচনা বর্তমানে অপরিপক্ব।
তিনি আরও বলেন, মাদুরোর শাসনামলে সৃষ্ট যেসব সংকট ও সমস্যা রয়েছে, সেগুলোর অনেকটাই এখনো সমাধান হয়নি। যুক্তরাষ্ট্রের দৃষ্টি মূলত সেসব জটিলতার দিকেই নিবদ্ধ।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, তাদের লক্ষ্য হলো সংশ্লিষ্ট পক্ষগুলোকে প্রয়োজনীয় পরিবর্তনের সুযোগ দেওয়া এবং দীর্ঘদিনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা।
ভেনেজুয়েলার ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থা ও নির্বাচন নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা আলোচনা চললেও রুবিওর বক্তব্যে স্পষ্ট, আপাতত যুক্তরাষ্ট্র নীতিগত সংস্কার ও স্থিতিশীলতাকেই অগ্রাধিকার দিচ্ছে।
|
৫ জানুয়ারী, ২০২৬
