
ভেনেজুয়েলা ইস্যুতে ডনাল্ড ট্রাম্পের একতরফা সামরিক সিদ্ধান্তের ক্ষমতা সীমিত করতে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্রের সিনেট। কংগ্রেসের অনুমোদন ছাড়া যেন ভেনেজুয়েলার বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযান চালানো না যায়—এই লক্ষ্যেই মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে।
প্রস্তাবটি নিয়ে আগামী বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমর্থকদের দাবি, ভোটে এটি পাস হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। ভেনেজুয়েলায় সামরিক অভিযানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার মাত্র ছয় দিনের মাথায় সিনেটের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
এর আগে গত বছরের সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার উপকূল এলাকায় মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়। পাশাপাশি মাদক পাচারের অভিযোগ তুলে একের পর এক নৌযানে হামলা চালানো হয়, যা অনেকের মতে ছিল ভিত্তিহীন। এসব ঘটনার পর থেকেই ট্রাম্প প্রশাসনের যুদ্ধকালীন ক্ষমতা নিয়ন্ত্রণে একাধিক প্রস্তাব উত্থাপন করে আসছেন কয়েকজন সিনেটর।
তবে ভেনেজুয়েলা সংক্রান্ত এসব প্রস্তাব এতদিন ট্রাম্পের দল রিপাবলিকানের সিনেটরদের বাধার মুখে পড়েছে। সর্বশেষ ভোটাভুটিতে প্রস্তাবটি ৪৯-৫১ ভোটে পরাজিত হয়। যদিও ওই নভেম্বরের ভোটে রিপাবলিকান দলের দুই সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে প্রস্তাবের পক্ষে অবস্থান নেন।
সে সময় ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছিলেন, ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন বা দেশটির ভূখণ্ডে হামলার কোনো পরিকল্পনা তাদের নেই। কিন্তু পরবর্তীতে হামলা ও মাদুরো অপহরণের ঘটনার পর অনেক আইনপ্রণেতাই অভিযোগ করেন, প্রশাসন কংগ্রেসকে বিভ্রান্ত করেছে। এ অভিযোগে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের সদস্যরাই যুক্ত হয়েছেন।
ভোটের আগের দিন এক সংবাদ সম্মেলনে প্রস্তাবটির সহ-উপস্থাপক কেন্টাকির রিপাবলিকান সিনেটর র্যান্ড পল জানান, আগে যারা এই প্রস্তাবের পক্ষে ভোট দেননি, এমন অন্তত দু’জন রিপাবলিকান সিনেটরের সঙ্গে তিনি কথা বলেছেন, যারা এবার বিষয়টি নতুন করে ভাবছেন।
তিনি বলেন, তারা কীভাবে ভোট দেবেন তা এখনো নিশ্চিত নয়, তবে কয়েকজন প্রকাশ্যেই নিজেদের দ্বিধার কথা জানিয়েছেন। এ সময় তার পাশে ছিলেন ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন, যিনি প্রস্তাবটির আরেক প্রধান উদ্যোক্তা।
মন্তব্য করুন