
আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর দেশের ক্রীড়াঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক মানের এক ক্রিকেটারের প্রতি ভারতের এমন আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রীড়ামোদীরা। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নিজেদের অবস্থান স্পষ্ট করে প্রতিবাদ জানিয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে বিসিবি জানিয়েছে, এসব শঙ্কা কাটিয়ে না উঠলে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আগ্রহী নয় বাংলাদেশ।
উদ্ভূত পরিস্থিতিতে বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে ই-মেইল পাঠায়। এরই মধ্যে সেই চিঠির জবাব পেয়েছে বোর্ড। আইসিসির পক্ষ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনরায় জানানো হয়েছে।
বর্তমান প্রেক্ষাপটে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নানা আলোচনা ও সংশয় দেখা দিয়েছে। এ অবস্থায় ভবিষ্যৎ করণীয় বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিসিবি। বুধবার (৭ জানুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাতীয় দলের নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক পরিবেশে আলোচনা অব্যাহত থাকবে, যাতে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যায়।
এদিকে ইএসপিএনক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। তবে বিসিবি এ দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে।
বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু গণমাধ্যমে যে “আলটিমেটাম” দেওয়ার কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিসিবি জানায়, আইসিসি থেকে পাওয়া বার্তার সঙ্গে এসব প্রতিবেদনের কোনো সামঞ্জস্য নেই এবং এ ধরনের খবর বানোয়াট ও অসত্য।
মন্তব্য করুন