প্রচণ্ড শীতের তীব্রতায় যখন জনজীবন বিপর্যস্ত, তখন শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাছবীর হোসেন। গভীর রাতের অন্ধকার উপেক্ষা করে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে শীতার্তদের মাঝে সরকারি কম্বল বিতরণ করতে দেখা যায়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষরা শীতের কষ্ট থেকে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন। সরাসরি মানুষের বাড়িতে গিয়ে কম্বল বিতরণ করায় প্রকৃত শীতার্তদের কাছে সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাছবীর হোসেন বলেন, শীতের কারণে কোনো মানুষ যেন কষ্ট না পায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শীতের তীব্রতা অব্যাহত থাকলে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল।
মন্তব্য করুন