
পে কমিশন নবম জাতীয় বেতন স্কেলের সর্বনিম্ন বেতন নির্ধারণের জন্য তিনটি প্রস্তাবনা উপস্থাপন করেছে। জানা গেছে, এই তিনটির মধ্যে যেকোনো একটি চূড়ান্তভাবে গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় এই প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
সভায় সর্বোচ্চ বেতন স্কেল কত হতে পারে, তা নিয়ে প্রশ্ন করা হলে, এক সদস্য জানান যে এটি এখনও চূড়ান্ত করা হয়নি।
পে কমিশনের এক সদস্য সাংবাদিকদের বলেন, “সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব এসেছে। প্রথম প্রস্তাবটি ২১ হাজার টাকা, দ্বিতীয়টি ১৭ হাজার টাকা এবং তৃতীয় প্রস্তাবটি ১৬ হাজার টাকার স্কেল নির্ধারণের বিষয়।”
সর্বোচ্চ বেতন নিয়ে তিনি আরও বলেন, “এটি এখনও চূড়ান্ত হয়নি। কারণ বেতন নির্ধারণের সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতার বিষয়গুলোও যুক্ত। এগুলো চূড়ান্ত না হওয়ায় সর্বোচ্চ বেতন স্কেলের প্রস্তাব এখনও অনুমোদিত হয়নি।”
সভায় পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আলী খান, এনডিসি, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন এবং সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিক। এছাড়াও খণ্ডকালীন সদস্যরাও সভায় অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন