গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন,আমি এই মাটির সন্তান, আমি এ জনপদের দল বল,জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে
সকল মানুষের। এ এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে কোন কাজের জন্য তাদের আমার কাছে আসতে হবে না। আমি সেবা প্রার্থীদের দারে গিয়ে তাদের সমস্যা সমাধাণ করার চেষ্টা করবো।
আজ সোমবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের নয়াকান্দি গ্রামে একটি উঠান বৈঠকে যোগ দিয়ে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন,আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আমরা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।তিনি রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা প্রণয়ন করেছেন সেটি বাস্তবায়ণই আমাদের মূল লক্ষ।
উপস্থিত ভোটারদের উদ্দেশ্য করে এস এম জিলানী বলেন, আমি আগামীতে টুঙ্গিপাড়া,কোটালীপাড়ার মানুষদের খাদেম হয়ে থাকতে চাই। এ এলাকার সকলকে সাথে নিয়ে মাদক মুক্ত,মানবিক কোটালীপাড়া-টুঙ্গিপাড়া গড়তে চাই। আগামী ১২ ফেব্রুয়ারী আপনারা সকলে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শিষে ভোট দিবেন,আমি সে আশা করছি।
এ সময় কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,বিএনপি নেতা কাজী অমিত,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মান্নান শেখ,টুঙ্গিপাড়া যুবদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কোটালীপাড়া ছাত্রদলের সাধারণ সম্পাদক নিলয় হাওলাদারসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তার সাথে ছিলেন।
মন্তব্য করুন