
আগামী ২০২৬–২৭ অর্থবছর থেকে আয়কর রিটার্নের মতো ভ্যাট রিটার্নও অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
বুধবার (৭ জানুয়ারি) ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিফান্ড প্রদানের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
এনবিআর চেয়ারম্যান জানান, আগামী অর্থবছর থেকেই ভ্যাট রিটার্ন অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক হবে। অনলাইনে রিটার্ন দাখিলে যেসব জটিলতা ছিল, তা দূর করতে পরিপত্র জারি করা হয়েছে। যেসব করদাতা কাগজে রিটার্ন জমা দিয়েছেন, সেগুলো সংশ্লিষ্ট সার্কেল অনলাইনে অন্তর্ভুক্ত করবে।
তিনি আরও বলেন, এনবিআরের সব কার্যক্রম ধাপে ধাপে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে। সংস্থার কাজকে আরও স্বচ্ছ ও সহজ করতে প্রয়োজন হলে আইনি সংস্কারও করা হবে। এর মূল লক্ষ্য করদাতাদের ভোগান্তি কমানো।
অনলাইন ভ্যাট রিফান্ড ব্যবস্থার বিষয়ে আবদুর রহমান খান বলেন, নতুন মডিউল চালুর ফলে রিফান্ড আবেদন দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা সম্ভব হবে। এখন থেকে করদাতাদের রিফান্ডের জন্য ভ্যাট অফিসে সরাসরি যেতে হবে না। প্রয়োজনে তথ্য বা সহায়তার জন্য সংশ্লিষ্ট মূসক কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
মন্তব্য করুন