আন্তর্জাতিক ডেস্ক
৮ জানুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৯ জন

ভেনেজুয়েলা প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ চায় মার্কিন সিনেট

গত শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় সামরিক অভিযান পর্যবেক্ষণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
৭৫

ভেনেজুয়েলা ইস্যুতে ডনাল্ড ট্রাম্পের একতরফা সামরিক সিদ্ধান্তের ক্ষমতা সীমিত করতে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্রের সিনেট। কংগ্রেসের অনুমোদন ছাড়া যেন ভেনেজুয়েলার বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযান চালানো না যায়—এই লক্ষ্যেই মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

প্রস্তাবটি নিয়ে আগামী বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমর্থকদের দাবি, ভোটে এটি পাস হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। ভেনেজুয়েলায় সামরিক অভিযানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার মাত্র ছয় দিনের মাথায় সিনেটের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এর আগে গত বছরের সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার উপকূল এলাকায় মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়। পাশাপাশি মাদক পাচারের অভিযোগ তুলে একের পর এক নৌযানে হামলা চালানো হয়, যা অনেকের মতে ছিল ভিত্তিহীন। এসব ঘটনার পর থেকেই ট্রাম্প প্রশাসনের যুদ্ধকালীন ক্ষমতা নিয়ন্ত্রণে একাধিক প্রস্তাব উত্থাপন করে আসছেন কয়েকজন সিনেটর।

তবে ভেনেজুয়েলা সংক্রান্ত এসব প্রস্তাব এতদিন ট্রাম্পের দল রিপাবলিকানের সিনেটরদের বাধার মুখে পড়েছে। সর্বশেষ ভোটাভুটিতে প্রস্তাবটি ৪৯-৫১ ভোটে পরাজিত হয়। যদিও ওই নভেম্বরের ভোটে রিপাবলিকান দলের দুই সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে প্রস্তাবের পক্ষে অবস্থান নেন।

সে সময় ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছিলেন, ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন বা দেশটির ভূখণ্ডে হামলার কোনো পরিকল্পনা তাদের নেই। কিন্তু পরবর্তীতে হামলা ও মাদুরো অপহরণের ঘটনার পর অনেক আইনপ্রণেতাই অভিযোগ করেন, প্রশাসন কংগ্রেসকে বিভ্রান্ত করেছে। এ অভিযোগে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের সদস্যরাই যুক্ত হয়েছেন।

ভোটের আগের দিন এক সংবাদ সম্মেলনে প্রস্তাবটির সহ-উপস্থাপক কেন্টাকির রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পল জানান, আগে যারা এই প্রস্তাবের পক্ষে ভোট দেননি, এমন অন্তত দু’জন রিপাবলিকান সিনেটরের সঙ্গে তিনি কথা বলেছেন, যারা এবার বিষয়টি নতুন করে ভাবছেন।

তিনি বলেন, তারা কীভাবে ভোট দেবেন তা এখনো নিশ্চিত নয়, তবে কয়েকজন প্রকাশ্যেই নিজেদের দ্বিধার কথা জানিয়েছেন। এ সময় তার পাশে ছিলেন ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন, যিনি প্রস্তাবটির আরেক প্রধান উদ্যোক্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে পেলেন সাঈদ আনসারী

পাকিস্তানে বোমা হামলায় জমিয়ত নেতা নিহত

নরসিংদীর শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোট দেয়া নিশ্চিত করার জন্য অথোরটি চাইলেন: আইজিপি

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগের ৭ নেতার পদত্যাগ

তানোরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নরসিংদীর জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওন গ্রেফতার

মাদারীপুরে কিশোরের প্রেমে ব্যর্থ হয়ে কিশোরীর আত্নহত্যা

মুকসুদপুরে আগুণে ১৮ শত মণ পাট পুড়ে ছাই স্বর্বশান্ত তিন ব্যাবসায়ী

গোপালগঞ্জে কৃষি জমিতে অবৈধভাবে ঘের কাটা চললেও দেখার কেউ নেই?

১০

ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

১১

টাঙ্গাইলের মির্জাপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

১২

বিড়িতে সুখটান মন্তব্য নিয়ে ব্যাখ্যায় জামায়াত প্রার্থী ড. ফয়জুল হক

১৩

বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান

১৪

মনোনয়ন বাতিল ইস্যুতে ইসিতে হাসনাত–মঞ্জুরুলের পাল্টাপাল্টি আবেদন

১৫

বাংলাদেশ–পাকিস্তান যুদ্ধবিমান আলোচনা ঘিরে সতর্ক নজরে ভারত

১৬

গোপালগঞ্জে জমি জালিয়াতি: সন্তান-মায়ের নাম ভুয়া দেখিয়ে বিক্রি, শিক্ষক প্রধান হোতা

১৭

তেল ছাড়াও ভেনেজুয়েলায় রয়েছে বিপুল স্বর্ণ ও মূল্যবান খনিজ সম্পদের ভাণ্ডার

১৮

রয়্যাল সোসাইটি অব বায়োলজির অ্যাফিলিয়েট মেম্বার হলেন হুমায়রা হান্নান

১৯

বিএনপির ১২ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

২০