আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা সমন্বিত অফিস ভবনের সম্মেলন কক্ষে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। জেলার পাঁচটি উপজেলা থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এতে অংশ নেন।
সভায় বক্তারা বলেন, নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ে সাংবাদিকদের দায়িত্ব আরও শক্তিশালী ও বাস্তবভিত্তিক করতে এ সেমিনার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম জানান—তিনি প্রশাসক হিসেবে নয়, বরং মাদারীপুরের সন্তান হিসেবেই জেলার মানুষের সঙ্গে থেকে কাজ করতে চান। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন। তিনি সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতা, গুজব প্রতিরোধ, ভোটারদের সচেতন করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সেমিনারে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণ নিয়েও আলোচনা হয়। জেলা নির্বাচন অফিসার জানান, পোস্টাল ভোটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে এ প্রক্রিয়া আরও বিস্তৃত হতে পারে। এছাড়া নির্বাচনকালীন সংবাদ সংগ্রহের নৈতিকতা, ভুয়া তথ্য ও অপপ্রচার প্রতিরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় এবং ভোটারদের আস্থা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা।
অনুষ্ঠানের শেষাংশে জেলা প্রশাসনের কর্মকর্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীরা বলেন, মাঠপর্যায়ের সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলায় এ ধরনের মতবিনিময় সভা তাদের কাজকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।
ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সেমিনার ও মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন