অনলাইন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

তারেক রহমানের ভাষায় স্মরণীয় এক দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
২৭

দেশে ফিরে মানুষের ভালোবাসা ও উষ্ণ সংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বিভিন্ন সড়কে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, বিপুলসংখ্যক মানুষের দোয়া ও শুভেচ্ছাকে তিনি নিজের জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টা ৫৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অনুভূতির কথা জানান।

পোস্টে তারেক রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর পর মাতৃভূমির মাটিতে পা রাখার দিনটি তাঁর হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। দেশের মানুষের ভালোবাসা, সম্মান ও আন্তরিকতায় তিনি গভীরভাবে অভিভূত। এই প্রত্যাবর্তন ঘিরে নিজের ও পরিবারের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও যারা পাশে ছিলেন এবং কখনো আশাহত হননি, তাঁদের সাহস ও আস্থাই তাঁকে এগিয়ে চলার শক্তি জুগিয়েছে। নাগরিক সমাজ, তরুণ প্রজন্ম, পেশাজীবী, কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। তাঁর মতে, জনগণের ঐক্যই বাংলাদেশের প্রকৃত শক্তি।

এই ঐতিহাসিক মুহূর্তটি দায়িত্বশীলভাবে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সঙ্গে তাঁর প্রত্যাবর্তনকালে নিরাপত্তা ও শান্তি বজায় রাখার পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন তিনি।

এছাড়া তাঁর দেশে ফেরা উপলক্ষে শুভেচ্ছা জানানো অন্যান্য রাজনৈতিক দল ও আন্দোলনের নেতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। গণতন্ত্র, বহুদলীয় সহাবস্থান ও জনগণের ইচ্ছাশক্তির প্রতি সম্মান জানিয়ে তিনি শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতির গুরুত্বের কথা তুলে ধরেন এবং প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বানকে ইতিবাচকভাবে গ্রহণ করার কথা জানান।

পোস্টে তিনি বলেন, তিনি কেবল স্বপ্নের কথা বলেননি, বরং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তব ও কার্যকর পরিকল্পনার কথা তুলে ধরেছেন—যেখানে শান্তি, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হবে, আর প্রতিটি শিশু আশা নিয়ে বড় হতে পারবে।

এই পরিকল্পনাকে তিনি সব বাংলাদেশির জন্য, একটি ঐক্যবদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পথনকশা হিসেবে উল্লেখ করেন।

সবশেষে দেশে ফেরার সময় তাঁকে বরণ করে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি আল্লাহর কাছে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণ কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রশ্নফাঁসের গুঞ্জন: অধিদপ্তরের অবস্থান

ইইউ প্রতিনিধি দলের সাথে তারেক রাহমানের বৈঠক, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা

আইসিসি বসছে বিসিবির সঙ্গে বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে

আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হচ্ছে ‘জুলাই বীর সম্মাননা’ প্রদান অনুষ্ঠান

তারেক রহমানের নিরাপত্তা দলে যুক্ত হলেন আরও তিন সদস্য

স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে

গোপালগঞ্জ পৌর পার্কে “ভোটের গাড়ি”

গোপালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

রংপুরে দুধ দিয়ে গোসল ছাড়লেন দল

নরসিংদীর শিবপুরে এলপিজি গ্যাস সমন্বয়কৃত মূল্যে বিক্রির না করায় ৭ হাজার টাকা জরিমানা

১০

হাওরে বাঁধকাজে ধীরগতি, হাওর বাঁচাও আন্দোলনের সংবাদ সম্মেলন

১১

পীরগঞ্জে শীতার্তদের পাশে ইউএনও তাছবীর হোসেন

১২

বন্ধক রাখা মোবাইল ছাড়ানো নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে ইজিবাইক চালকের মৃত্যু

১৩

নরসিংদীর মাধবদীতে ছোট ২ ভাই এর আঘাতে মাদকাসক্ত রমজান আলী নিহত

১৪

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কে, এম সাইফুর রহমানকে সম্মাননা

১৫

আমি এই মাটির সন্তান, আমি এ জনপদের সকল মানুষের -এস এম জিলানী

১৬

সুনামগঞ্জের এম্বোশিয়া হোটেলে ভোটারদের সাথে স্বতন্ত্রপ্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের মত-বিনিময়

১৭

সফেন-বাংলাদেশ সমাচার গুণীজন সম্মাননা ২০২৫ পেলেন গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এহসানুল হক

১৮

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের আরও ১৪ নেতার পদত্যাগ

১৯

রাজৈরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

২০