
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তার জানাজা আগামীকাল বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা ও দাফনের সময়সূচি সংক্রান্ত নির্দেশনায় জানানো হয়েছে, জানাজায় অংশগ্রহণকারীরা কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী সঙ্গে আনতে পারবেন না। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দাফন কার্যক্রম সম্পন্ন হওয়ায় সাধারণ জনগণের প্রবেশ সেখানে সীমিত থাকবে।
পরিকল্পনা অনুযায়ী বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পাওয়া খালেদা জিয়া দীর্ঘ ৪১ বছর বিএনপির নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন, তিনবার প্রধানমন্ত্রী এবং দুবার বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি জানাজার দিন বুধবার এক দিনের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।
মন্তব্য করুন