ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানি) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের হাতে এ মনোনয়ন ফরম জমা দিয়েছেন, বিএনপির মনোনীত এমপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার নুরু আমিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু প্রমূখ।
মন্তব্য করুন