ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানি) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আশরাফুল আলম শিমুল মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায়, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের হাতে এ মনোনয়ন ফরম জমা দিয়েছেন, স্বতন্ত্র এমপি প্রার্থী মোঃ আশরাফুল আলম শিমুলের পক্ষে তার ভাই ব্যারিস্টার নাজমুল আলম সবুজ। এসময় মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার নুরু আমিন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন