
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি তার পদত্যাগপত্র জমা দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, পদত্যাগপত্র শিগগিরই রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে। নির্বাচনে প্রার্থী হওয়ার কারণেই তিনি দায়িত্ব ছেড়েছেন।
এর আগে গত ৫ নভেম্বর মো. আসাদুজ্জামান জানান, ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সে উদ্দেশ্যে পদত্যাগ করবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য করুন