অনলাইন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ভাষায় স্মরণীয় এক দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

দেশে ফিরে মানুষের ভালোবাসা ও উষ্ণ সংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বিভিন্ন সড়কে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, বিপুলসংখ্যক মানুষের দোয়া ও শুভেচ্ছাকে তিনি নিজের জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টা ৫৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অনুভূতির কথা জানান।

পোস্টে তারেক রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর পর মাতৃভূমির মাটিতে পা রাখার দিনটি তাঁর হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। দেশের মানুষের ভালোবাসা, সম্মান ও আন্তরিকতায় তিনি গভীরভাবে অভিভূত। এই প্রত্যাবর্তন ঘিরে নিজের ও পরিবারের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও যারা পাশে ছিলেন এবং কখনো আশাহত হননি, তাঁদের সাহস ও আস্থাই তাঁকে এগিয়ে চলার শক্তি জুগিয়েছে। নাগরিক সমাজ, তরুণ প্রজন্ম, পেশাজীবী, কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। তাঁর মতে, জনগণের ঐক্যই বাংলাদেশের প্রকৃত শক্তি।

এই ঐতিহাসিক মুহূর্তটি দায়িত্বশীলভাবে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সঙ্গে তাঁর প্রত্যাবর্তনকালে নিরাপত্তা ও শান্তি বজায় রাখার পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন তিনি।

এছাড়া তাঁর দেশে ফেরা উপলক্ষে শুভেচ্ছা জানানো অন্যান্য রাজনৈতিক দল ও আন্দোলনের নেতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। গণতন্ত্র, বহুদলীয় সহাবস্থান ও জনগণের ইচ্ছাশক্তির প্রতি সম্মান জানিয়ে তিনি শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতির গুরুত্বের কথা তুলে ধরেন এবং প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বানকে ইতিবাচকভাবে গ্রহণ করার কথা জানান।

পোস্টে তিনি বলেন, তিনি কেবল স্বপ্নের কথা বলেননি, বরং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তব ও কার্যকর পরিকল্পনার কথা তুলে ধরেছেন—যেখানে শান্তি, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হবে, আর প্রতিটি শিশু আশা নিয়ে বড় হতে পারবে।

এই পরিকল্পনাকে তিনি সব বাংলাদেশির জন্য, একটি ঐক্যবদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পথনকশা হিসেবে উল্লেখ করেন।

সবশেষে দেশে ফেরার সময় তাঁকে বরণ করে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি আল্লাহর কাছে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণ কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমালিয়া ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হুমকি, সর্বাত্মক প্রতিরক্ষা নির্দেশ

নাটকীয় জয়ে ফিরল সিলেট টাইটান্স

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান পদত্যাগপত্র জমা দিয়েছেন

নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রচেষ্টা: মাদারীপুরে আদিলুর রহমান খান

তারেক রহমানের ভাষায় স্মরণীয় এক দিন

কোটালীপাড়ায় ১৭ আওয়ামী লীগ নেতা- কর্মী বিএনপিতে যোগদান

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রংপুর বিভাগে জাতীয় পার্টির ৩৩ টি আসন উদ্ধারের চেষ্টা

সুনামগঞ্জে ২৮ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক

১০

বিএনপির প্রচারণায় প্রবাসী শাহাবুদ্দিন মিয়া

১১

তীব্র শীতে ছিন্নমূল মানুষের পাশে ডিসি আরিফ-উজ-জামান

১২

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন:তারেক রহমান

১৩

ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন সিবিউন সদস্য সঞ্জয়

১৪

শনিবার সংশ্লিষ্ট এলাকায় ৮ ঘণ্টার জন্য বিদ্যুৎ থাকবে না

১৫

রাজা-রানীকে দেখতে রংপুর চিড়িয়াখানায় ভিড়

১৬

নরসিংদীর পুলিশ লাইন্স পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল ফারুক

১৭

সুনামগঞ্জে দু”দিনব্যাপপী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্মোৎসব উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা

১৮

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে ২৪টি ইলেকট্রিক বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার

১৯

মাদারীপুরে মাদক ব্যবসায়ীর মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে অপহরণ, দু’দিন পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার

২০