
সুনামগঞ্জ শহরের একাধিক এলাকায় শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। নির্ধারিত রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় কারিগরি কাজের অংশ হিসেবেই এই বিদ্যুৎ বিচ্ছিন্নতা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিদ্যুৎ না থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে আমপাড়া, জামতলা, পুরাতন বাসস্ট্যান্ড, সোমপাড়া, আরপিন নগর, মুক্তারপাড়া, শিল্পকলা এলাকা, থানা এলাকা, পৌরসভা, উকিলপাড়া, কাজির পয়েন্ট, ওয়াপদা রোড, বিহারী পয়েন্ট, প্রিয়াঙ্গন মার্কেট এবং এসপি বাংলো সংলগ্ন এলাকা।
সুনামগঞ্জ বিদ্যুৎ অফিস জানিয়েছে, কাজ শেষ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন