
মাদারীপুরে মাদক ব্যবসায়ীর হাতে অপহৃত এক মাদ্রাসা শিক্ষার্থীকে দু’দিন পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরের নাম ইয়াসিন শেখ (১৪)। তিনি মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জয়ার এলাকার বাসিন্দা।
জানা যায়, গত ২২ তারিখ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকার চন্দ্রা পরিবহনের কাউন্টারের পেছন থেকে ইয়াসিন শেখকে অপহরণ করে বর মেহের এলাকায় নির্মানাধীন বসত ঘরে অবরুদ্ধ করে রাখে হাফেজি মাদ্রাসা পড়ুয়া ছাত্র কিশোর ইয়াসিনকে। মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী বাসার হাওলাদার (৩২) না না ধরনের লোভ-লালসা, হুমকি-ধামকি ও ভয়-ভীতি দেখিয়ে তার মাদক বিক্রি করে দিতে রাজি করাতে চায়। কিন্তু ইয়াসিন তার তার এই প্রস্তাবে রাজি না হলে ইয়াবা চুরির মিথ্যা অপবাদ দিয়ে হাতুড়ি, লোহার রড দিয়ে এলোপাতাড়ি পেটাতে শুরু করে সৈয়দ হাওলাদারের ছেলে বাসার হাওলাদার ওই একই গ্রামের জাকির হাওাদারের ছেলে সাজু হাওলাদার(১৮)।
জানা যায়, প্রতিবেশী এক চাচা শাহিন মীরা ইয়াসিনকে মারধরে বাঁধা দিলে বাধা দিলে তাকে প্রান নাশের হুমকি দেয়। পরবর্তিতে তিনি ঘটনাটি ভুক্তভগীর পরিবারকে জানায়। তারপর অপহৃত ছেলকে বাবা হালান শেখ ২৪ ডিসেম্বর সকাল ৮টার দিকে ইয়াসিনের বাবা হালান শেখ তালাবদ্ধ কাঠের তৈরী দোচালা ঘর থেকে অজ্ঞান অবস্থায় ছেলেকে উদ্ধার করে।
পরে তাকে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। ইয়াসিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ইয়াসিনের পিতা হালান শেখ দু’ই জন সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামী করে মাদারীপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
মন্তব্য করুন