
বড়দিন উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইঙ্গিত করে কড়া বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে তিনি যুদ্ধের অবসান ও শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশার কথাও পুনর্ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
ক্রিসমাসের আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়া যতই নির্যাতন চালাক না কেন, ইউক্রেনীয়দের মনোবল, পারস্পরিক আস্থা ও ঐক্য ভাঙতে পারবে না।
পুতিনের নাম উল্লেখ না করে তিনি বলেন, “আজ আমরা সবাই একটি অভিন্ন স্বপ্ন ভাগ করে নিচ্ছি এবং আমাদের একটাই কামনা—‘সে ধ্বংস হোক’।” অনেক বিশ্লেষকের মতে, এই মন্তব্যের মাধ্যমে তিনি রুশ নেতৃত্বের প্রতিই ইঙ্গিত করেছেন।
বার্তায় শান্তির প্রসঙ্গ তুলে ধরে জেলেনস্কি বলেন, প্রার্থনার সময় ইউক্রেনবাসী শুধু তাৎক্ষণিক মুক্তি নয়, স্থায়ী শান্তিও কামনা করে। তিনি জানান, শান্তির জন্য ইউক্রেন লড়াই করছে, প্রার্থনা করছে এবং সেই শান্তি পাওয়ার অধিকার তাদের আছে।
ক্রিসমাস বার্তায় তিনি আরও বলেন, উৎসবের ঠিক আগমুহূর্তেই রাশিয়া আবারও তাদের প্রকৃত চেহারা দেখিয়েছে। ব্যাপক গোলাবর্ষণ, শত শত শাহেদ ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কিনঝাল হামলার মাধ্যমে ইউক্রেনের ওপর আঘাত হানা হয়েছে।
এদিকে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে জেলেনস্কি যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি ২০ দফা শান্তি পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ইউক্রেন পূর্বাঞ্চলের শিল্প এলাকা থেকে সেনা প্রত্যাহারে রাজি হতে পারে, তবে এর শর্ত হলো—রাশিয়াকেও একইভাবে সেনা সরাতে হবে এবং অঞ্চলটি আন্তর্জাতিক বাহিনীর তত্ত্বাবধানে একটি নিরস্ত্রীকৃত এলাকায় রূপান্তর করতে হবে।
মন্তব্য করুন