
মানবসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আল-হেলাল সমাজ সংঘ। সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ডিসেম্বর) মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন বাংলাবাজার এলাকার ১২১ নম্বর চরহোগলপাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প।এতে অর্ধ হাজারের বেশি হতদরিদ্র মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা পেয়েছেন।পাশাপাশি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়, যা এলাকায় বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে সহায়ক হবে বলে জানান আয়োজকরা।এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ ক্যাম্পে মেডিসিন, শিশু, নারী, চক্ষু, গাইনি ও সাধারণ রোগ বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আর্থিক অক্ষমতার কারণে যারা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্য এই আয়োজন করা হয়।
চিকিৎসা প্রদানকারী বিশেষজ্ঞ ডাক্তার সোহানুর রহমান সোহান বলেন,“গ্রামাঞ্চলের অনেক মানুষ সামান্য রোগ নিয়েও দীর্ঘদিন ভোগেন চিকিৎসার অভাবে। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প দরিদ্র মানুষের জন্য অত্যন্ত উপকারী। সময়মতো চিকিৎসা পেলে অনেক রোগই জটিল পর্যায়ে পৌঁছায় না।”
আরেক চিকিৎসক ইউসুব জামান বলেন,আমি বিশেষ করে চক্ষু চিকিৎসা দিয়ে থাকি। আমি হতদরিদ্র মানুষদের ফ্রি চিকিৎসা দিয়ে অনেক আনন্দ লাগতেছে।
এদিকে স্ত্রী বিশেষজ্ঞ গাইনি ডাক্তার বলেন, আমি নারীদের সকল বিষয় শুনে তাদের ভালো পরামর্শের মাধ্যমে সুচিকিৎসা দিয়ে যাচ্ছি। এ গ্রামাঞ্চলের লোকজনেরা শহরে গিয়ে ডাক্তারের কাছে মন খুলে সব কথা বলতে না পারলেও তারা আমাদের কাছে বলছে এটাই সবচাইতে আমাদের আনন্দের বিষয় যে আমরা একটা রোগীর কাছাকাছি যেতে পারছি।
চিকিৎসা নিতে আসা রোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিকিৎসাসেবা পাওয়া এক বৃদ্ধ রোগী মোতালেব হাওলাদার বলেন,
“টাকার অভাবে অনেকদিন ডাক্তারের কাছে যেতে পারছিলাম না। এখানে এসে ভালোভাবে ডাক্তার দেখাতে পেরে খুব উপকার হয়েছে।”
আরেক রোগী জুতমাত ভানু জানান,
“ফ্রি চিকিৎসা আর ওষুধ পেয়ে আমরা খুব খুশি। এমন ক্যাম্প নিয়মিত হলে গ্রামের মানুষ উপকৃত হবে।”
আয়োজক বেলাল হোসেন বলেন,
“মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আমরা এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি। ভবিষ্যতেও স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
আল-হেলাল সমাজ সংঘের প্রতিষ্ঠাতা বেলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি মাদারীপুর সরকারি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ এর পরিচালক নিজামুল ইসলাম শান্ত, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আবু সাইম,মাদারীপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক আবু তৌফিক আহমেদসহ সংগঠনের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, সামাজিক সংগঠনের এমন উদ্যোগ স্বাস্থ্যসেবায় পিছিয়ে থাকা মানুষের জন্য আশার আলো হয়ে উঠছে।
মন্তব্য করুন