আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু। একই সঙ্গে তার স্ত্রী সোনিয়া ইসলামও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জামালপুর – ৩ আসনের উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর কাছ থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন ফরম ক্রয় শেষে বিএনপি নেতা ফায়েজুল ইসলাম লাঞ্জু সাংবাদিকদের বলেন, জামালপুর-৩ আসনে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থী দেওয়া হয়নি। তাই আমি ও আমার স্ত্রী সোনিয়া ইসলাম দুই নামে মনোনয়নপত্র কিনেছি। যাকে ধানের শীষে মনোনয়ন দেওয়া হয়েছে সে নির্বাচনে প্রথম, দ্বিতীয় হতে পারবে না, সে তৃতীয় হবে। তাকে মাদারগঞ্জ-মেলান্দহের মানুষ প্রত্যাখান করেছে।
এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা মিজানুর রহমান বিএসসি, পৌর বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার হাবলুল গাজী বেলাল, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাসান একরামুল কবির, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ,সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সিজার,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী,
উপজেলা বিএনপির সদস্য বাবুল আক্তার বাচ্চু, সাবেক সহ প্রচার সম্পাদক আব্দুল বারী , উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
মন্তব্য করুন