গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সরকারি সাবের মিয়া জসীমুদ্দীন (এসজে) উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে, বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদ আশিক কবির।
সহকারী শিক্ষক সুকদেব পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নইম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সরকারি মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব হাসান বাবর প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, “শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয় ঘটাতে পারলেই একটি আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জন এবং সুশিক্ষায় গড়ে ওঠার আহ্বান জানান।
এসময় বিদ্যালয়ের মোট ১১৫০ জন শিক্ষার্থীর মধ্যে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত
১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন অতিথিরা।
মন্তব্য করুন