আজ বুধবার (২৪ ডিসেম্বর,২০২৫) তারিখ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার বসুর নেতৃত্বে ময়মনসিংহের ভালুকায় উগ্র মৌলবাদী গোষ্ঠীর হাতে নৃশংসভাবে নিহত দিপু চন্দ্র দাসের বাড়িতে পরিবারকে সহমর্মিতা জানাতে ছুটে যান একদল মানবিক নেতৃবৃন্দ। এসময় দিপু চন্দ্র দাসের বাড়িতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পূজা উদযাপন ফ্রন্ট, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টসহ মাদারীপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক ও রাজৈর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সংগ্রামী সদস্য সচিব সনজীব কুমার দাস। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুরঞ্জন ঘোষ, সহ-সভাপতি গৌতম মিত্র, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল পাল, যুগ্ম সাধারণ সম্পাদক পিজুস সরকার, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জয়দেব রায়,সহ- সাংগঠনিক সম্পাদক তন্ময় সাহা, মতিঝিল থানার আহ্বায়ক বিজয় পাল, ময়মনসিংহ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টোটন ভট্টাচার্য প্রমুখ নেতৃবৃন্দ।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার বসু বলেন, উগ্র মৌলবাদী গোষ্ঠীর হাতে নৃশংসভাবে নিহত দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে অবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।তা না হলে সারা বাংলাদেশে একযোগে ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো। তিনি আরো বলেন,সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। সকল অসাম্প্রদায়িক ও প্রগতিশীল ব্যক্তিদের একজোট হয়ে বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশে রূপান্তর করতে এগিয়ে আসতে হবে।
মন্তব্য করুন