
রাজধানীর ভাটারায় এক প্রবাসী ব্যক্তির স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই নারীর নাম জ্যোতি সরকার (৩২) ১৮ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪:০০ টার সময় তাঁর লাশ উদ্ধার করেন ডিএমপির ভাটারা থানা পুলিশ।
মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিব বলেন, ১৮ই ডিসেম্বর বৃহস্পতিবার
ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর পরিবারের সদস্যরা। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এবং প্রাথমিক ভাবে ধারণা করেন করেন যে জ্যোতি সুইসাইড করেছেন কিন্তু মেডিকেল রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
জ্যোতি সরকার (৩২) তিনি ভাটারা থানাধীন ঢালী বাড়ি কাঁচা বাজার সংলগ্ন ফল ব্যবসায়িক বাবুল সাহেবের বাড়ির ভাড়াটিয়া।
তার স্থায়ী ঠিকানা হাজীপুর বড় বাড়ি নরসিংদী সদর। জ্যোতির স্বামী মেহেদী হাসান সৌদি প্রবাসী। মৃত্যুকালে জ্যোতি তিনটি সন্তান রেখে যান
জ্যেতির মৃত্যুর বিষয় জানতে চাইলে জ্যোতির স্বামী মেহেদী হাসান তার বন্ধু আজমল তার সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন যেদিন এ ঘটনা ঘটে ওইদিন সকালে মেহেদী হাসান আমাকে ফোন দিয়ে বলেন তার স্ত্রী জ্যোতির ডাক্তার দেখার জন্য আজমল কে ঢাকায় যেতে বলেন, এমতাবস্থায় আজমল ও মেহেদীর চাচী শাশুড়ীসহ ঢাকায় আসল তারা। বাসায় সামনে গিয়ে কলিংবেল বাজায় এবং ডাকাডাকি করলেও দরজা খুলে না জ্যোতি এমতাবস্থায় পাশের ফ্লাটের লোকজন আসে তারাও ডাকাডাকি করে কিন্তু ভিতর থেকে কোন সারা নাই, পরে বাড়ি ওয়ালার ছেলের বউ ও কাজের মেয়ে আসে এবং তারা বলেন আপনারা এভাবে ডাকাডাকি করেন কেনো আমাদের কাছে চাবি আছে পরে চাবি দিয়ে খুলে দেখেন তার বাসায় থাকা ফ্যানের সাথে জ্যোতি ঝুলে আছেন এমতাবস্থায় তারা পুলিশ কে জানায় ব’লে জ্যোতির স্বামী মেহেদী হাসানের বন্ধু আজমল জানান।
এবং আজমল আরো বলেন যে জ্যোতির মৃত্যুর একদিন আগে তার বাড় বোন বিথী এই বাসা থেকে জ্যোতির তিন সন্তানকে নিয়ে গেছেন বলে জানান।
এবিষয় সাংবাদিকরা জ্যোতির পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা কোনকিছু বলবেন না বলে সাংবাদিকদের ফোন কেটে দেয়।
মন্তব্য করুন