
পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলে বাংলাদেশে কার্যরত ভারতের সব ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পুরোপুরি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শনের সময় আইভ্যাক কর্মকর্তারা হাইকমিশনারকে জানান, বর্তমানে বিপুল পরিমাণ জাল কাগজপত্র জমা পড়ছে। পাশাপাশি দালাল ও মধ্যস্বত্বভোগীরা সার্ভারে অননুমোদিত প্রবেশের চেষ্টা করে কৃত্রিমভাবে চাপ সৃষ্টি করছেন। এর ফলে প্রকৃত আবেদনকারীরা বৈধভাবে অ্যাপয়েন্টমেন্ট পেতে বাধার মুখে পড়ছেন।
এ বিষয়ে প্রণয় ভার্মা সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি আবেদনকারীদের নির্ধারিত নিয়ম মেনে আবেদন করার এবং দালালচক্র থেকে দূরে থাকার আহ্বান জানান।
ভারতীয় হাইকমিশন জানায়, নিরাপত্তাজনিত কারণে গত সপ্তাহে ঢাকার ভারতীয় ভিসা সেন্টার একদিন বন্ধ রাখা হলেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পরে তা পুনরায় চালু করা হয়। ওই দিন যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিকল্প তারিখে ভিসার জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।
চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও মানবিক দিক বিবেচনায় চিকিৎসাসহ জরুরি ভিসা সেবা চালু রাখার চেষ্টা করছে ভারতীয় হাইকমিশন। এ কারণে ঢাকা ছাড়াও খুলনা, সিলেট ও রাজশাহীর আইভ্যাক কেন্দ্রগুলোতে ভিসা কার্যক্রম চালু রয়েছে। তবে চট্টগ্রামের আইভ্যাক কেন্দ্র আপাতত বন্ধ রাখা হয়েছে। ১৮ ও ১৯ ডিসেম্বর রাতে চট্টগ্রামে সহকারী হাইকমিশনারের প্রবেশপথে হামলা ও পাথর নিক্ষেপের ঘটনায় গুরুতর নিরাপত্তা শঙ্কা তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্তব্য করুন