অনলাইন ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার প্রদত্ত পূর্ণাঙ্গ ভাষণ

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। তাঁর ভাষণের পুনর্লিখিত রূপ নিচে তুলে ধরা হলো—

বিসমিল্লাহির রহমানির রহিম

প্রিয় দেশবাসী—শিশু-কিশোর, তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী, নারী-পুরুষ, নবীন ও প্রবীণ—আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শ্রদ্ধা।

আসসালামু আলাইকুম।

মহান বিজয় দিবস উপলক্ষে দেশে ও বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সকল বাংলাদেশিকে জানাই বিজয়ের আন্তরিক শুভেচ্ছা। আজ আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর আমরা অর্জন করি কাঙ্ক্ষিত বিজয়। লাখো শহিদের আত্মত্যাগ ও অসীম ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ ও লাল-সবুজের পতাকা।

গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধসহ স্বাধীনতার জন্য যুগে যুগে আত্মোৎসর্গকারী সকল বীর শহিদ ও সংগ্রামীকে। তাঁদের ত্যাগ আমাদের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি জোগায় এবং সংকটের মধ্যেও মুক্তির পথ দেখায়।

মুক্তিযুদ্ধের বিজয়ের মধ্য দিয়ে যে স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল, তা পরবর্তী সময়ে স্বৈরাচার ও ফ্যাসিবাদের কারণে ম্লান হয়ে পড়ে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সুযোগ পেয়েছি।

একটি উন্নত ও সুশাসিত বাংলাদেশের ভিত্তি গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকার যে বিস্তৃত সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা আজ তার সফল বাস্তবায়নের পথে এগিয়ে চলেছি।

প্রিয় দেশবাসী,
আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি গভীর বেদনা নিয়ে। বিজয়ের এই আনন্দঘন মুহূর্তেও দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে—জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলা কোনো একক ব্যক্তির বিরুদ্ধে নয়; এটি আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও রাষ্ট্রের অস্তিত্বের ওপর সরাসরি আঘাত।

তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তাঁর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে এবং উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আমি দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। দেশবাসীকে আমি দৃঢ়ভাবে আশ্বস্ত করছি—এই ষড়যন্ত্রের সঙ্গে যারা যুক্ত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

পরাজিত ফ্যাসিস্ট ও সন্ত্রাসী শক্তির সব অপচেষ্টা ব্যর্থ হবে। ভয়, সহিংসতা বা রক্তপাতের মাধ্যমে এ দেশের গণতান্ত্রিক যাত্রা কেউ থামাতে পারবে না।

আমি সবাইকে সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছি। গুজব ও অপপ্রচারে কান দেবেন না। ঐক্যবদ্ধভাবে আমরা অস্থিরতা সৃষ্টিকারীদের প্রতিহত করব। পরাজিত ফ্যাসিবাদ এ দেশের মাটিতে আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না।

প্রিয় দেশবাসী,
আমাদের তরুণদের রক্ষা করতে হবে। তরুণরাই এই রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি। তাদের ভয়হীন ও নিঃস্বার্থ চেতনা পরাজিত শক্তিকে আতঙ্কিত করে তুলেছে। নির্বাচনকে সামনে রেখে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের দায়িত্ব হবে তরুণদের নিরাপদ রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা।

সবার কণ্ঠে উচ্চারিত হোক—আমরা তরুণদের রক্ষা করব। শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে জনগণের পূর্ণ মালিকানা প্রতিষ্ঠা করব।

প্রিয় দেশবাসী,
আপনারা জানেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি আমাদের সবার জন্য উদ্বেগের।

অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই তাঁর চিকিৎসাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। তাঁর রাজনৈতিক অবদান ও জনগণের আবেগের প্রতি সম্মান জানিয়ে সরকার তাঁকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। পরিবারের মতামতকে সম্মান জানিয়ে দেশে ও প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রিয় দেশবাসী,
দায়িত্ব গ্রহণের পর সরকার তিনটি বিষয়ের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে—জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া যথাযথ আইনি পথে এগিয়ে চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রমাণভিত্তিক রায়ে পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকার আন্তর্জাতিকভাবে উদ্যোগ গ্রহণ করেছে।

ইতোমধ্যে বহু আইন সংস্কার ও নতুন আইন প্রণয়ন করা হয়েছে। সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো জুলাই জাতীয় সনদ, যা মৌলিক সাংবিধানিক সংস্কারের ভিত্তি হিসেবে জারি করা হয়েছে।

এই সনদের বিষয়ে জনগণের মতামত জানতে আসন্ন সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে এবং সরকার সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে।

প্রিয় দেশবাসী,
এই নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের ঐতিহাসিক মুহূর্ত। আপনার ভোটই ঠিক করবে রাষ্ট্র কোন পথে অগ্রসর হবে। ভোট কেবল একটি আনুষ্ঠানিকতা নয়—এটি রাষ্ট্র নির্মাণে আপনার সক্রিয় অংশগ্রহণ।

সব রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান—একে অপরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখুন, শত্রু হিসেবে নয়। একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করুন।

ভোট ডাকাতি মানে জনগণের স্বাধীনতা হরণ। ভোট রক্ষা করা মানেই দেশ রক্ষা করা। আপনার ভোট নিজ হাতে ভোট বাক্সে দিয়ে আসুন এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিন।

প্রিয় দেশবাসী,
এই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এটি গণতান্ত্রিক ইতিহাসে একটি যুগান্তকারী অগ্রগতি। ভবিষ্যতে এই সুযোগ আরও সম্প্রসারিত হবে।

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক সচিবালয় গঠন করা হয়েছে, যা বিচারব্যবস্থা সংস্কারে একটি মাইলফলক। পাশাপাশি পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫ ও জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ জারি করে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রিয় দেশবাসী,
আমরা এক নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের সম্মিলিত দায়িত্ব।

আসুন, ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সবাই হাত ধরাধরি করে শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের পথে এগিয়ে যাই।

সবাইকে আবারও মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা।

আল্লাহ হাফেজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দায়িত্ব পালন করতে হবে: রংপুর জেলা প্রশাসক

শাল্লায় ‘ডেভিল হান্ট’ মামলায় সাংবাদিক বাদল গ্রেফতার, কারাগারে প্রেরণ

মুকসুদপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কমিটি অনুমোদন

রাজৈরে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

গোপালগঞ্জে ১০ লক্ষ টাকা, প্রাইভেট কার সহ সওজ’র এক কর্মচারী ও চালককে আটক করেছে পুলিশ

সাভারে মোবাইল কোর্ট পরিচালনা অভিযান: অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

সৌদি আরবে ভূমিকম্পের কম্পন অনুভূত

অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গণপূর্ত ঠিকাদার সমিতির মানববন্ধন

হাদির অবস্থা আশঙ্কাজনক

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার প্রদত্ত পূর্ণাঙ্গ ভাষণ

১০

খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে: প্রধান উপদেষ্টা

১১

সীমান্ত হত্যা বন্ধের দাবিকে সামনে রেখে বিজয় দিবসে উদ্বোধন হলো ‘ফেলানী এভিনিউ’ : আদিলুর রহমান খান

১২

অনেক রাত করে বেরিয়ে যেত, ফিরত ভোরের আলোয়—ফয়সালের স্ত্রী

১৩

রাজৈরে মেধাবী কন্যা শৈলী মনি দত্ত একজন মানবিক চিকিৎসক হতে চায়

১৪

নির্বাচনী প্রচারণা নিয়ে নেতাকর্মীদের জন্য সুখবর জানালেন তারেক রহমান

১৫

মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ,চারস্তরের নিরাপত্তা 

১৬

মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়

১৭

কেন্দ্রীয় নির্বাহী সদস্যের বিরুদ্ধে মিথ্যা সংবাদ, ক্ষুব্ধ জনতা

১৮

রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত

১৯

নরসিংদীর শিবপুরে ১২টি গরুসহ তিন ডাকাত গ্রেপ্তার করলেন পুলিশ

২০