
আগামী ২২ জানুয়ারি অনলাইনে অনুষ্ঠিত হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভার এক গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হবে বিরাট কোহলি ও রোহিত শর্মার কেন্দ্রীয় চুক্তি। এই বৈঠকে দুই তারকার ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, নতুন চুক্তিতে কোহলি ও রোহিতকে ‘এ+’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে নামানো হতে পারে। বর্তমানে তারা শুধু ওয়ানডে ক্রিকেটে খেলছেন, কারণ গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সীমিত ওভারের ক্রিকেট থেকে, এবং মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এর আগে তারা জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজার সঙ্গে ‘এ+’ ক্যাটাগরিতে ছিলেন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘এ’ ক্যাটাগরিতে নামানো হলে দুই তারকার বেতন প্রায় দুই কোটি রুপি কমে যাবে। বিসিসিআই নিয়ম অনুযায়ী, ‘এ+’ ক্যাটাগরির বার্ষিক বেতন ৭ কোটি রুপি, আর ‘এ’ ক্যাটাগরির বেতন ৫ কোটি রুপি।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিরাট ও রোহিত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কোহলি ৩ ইনিংসে দুই সেঞ্চুরি ও একটি ফিফটি সহ ৩০২ রান করেন, আর রোহিত ৩ ইনিংসে দুই ফিফটি সহ ১৪৬ রান সংগ্রহ করেন।
এদিকে, পিটিআই জানিয়েছে, টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিলকে নতুন মৌসুমে ‘এ+’ ক্যাটাগরিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এতে তার বেতন দুই কোটি রুপি বাড়বে।
মন্তব্য করুন