
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচনের লড়াই হবে সবচেয়ে কঠিন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
তফসিল ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, এটি নতুন দেশের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচনের নিরপেক্ষতা বিষয়ে মির্জা ফখরুল বলেন, “এবারের নির্বাচন কোনো রাজনৈতিক দলের স্বার্থপর নির্বাচন নয়; ভোট হবে সত্যিই নিরপেক্ষ। জয়ের জন্য জনগণের ভালোবাসা অর্জন করতে হবে।”
তিনি আরও জানান, আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি প্রতিনিধিত্বশীল সংসদ গঠন করবে, যা দেশকে নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে।
বিএনপি মহাসচিব বলেন, “এই লড়াই হলো পিছনে টানার শক্তির বিরুদ্ধে সামনে এগোনোর শক্তিকে জয়ী করার লড়াই।”
তিনি অভিযোগ করেন, নতুন কোনো দলের জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে তুলে ধরেছে। তবে দেশের সকল বড় সংস্কারই বিএনপির নেতৃত্বেই এসেছে। দেশের যেকোনো ইতিবাচক অর্জনও বিএনপির হাত ধরে সম্ভব হয়েছে।
মন্তব্য করুন