জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই ভক্তদের জন্য নতুন চমক। রূপসী সৌন্দর্য এবং অসাধারণ অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি যেমন দুই বাংলার দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতিও চোখে পড়ার মতো। নিত্যনতুন লুকে হাজির হয়ে ফ্যানদের তাক লাগানো তাঁর জন্য দারুণ স্বাভাবিক। এবারও সেই ব্যতিক্রম ঘটলো না। সম্প্রতি তিনি একেবারেই নতুন অবতারে ধরা দিলেন, যা দেখে ভক্তরা মুগ্ধ।
জয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সিরিজ ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে তার ফ্যাশন স্টেটমেন্টে চোখে পড়ে ঐতিহ্য ও আধুনিকতার অনন্য মিশ্রণ। পরনে তিনি ছিলেন লাল রঙের ব্লাউজে, যা পাথরের ঝকঝকে কাজ দিয়ে সাজানো। সঙ্গে তিনি বেছে নিয়েছেন ধূসর রঙের জিন্স, যা পুরো লুককে করেছে অত্যন্ত স্টাইলিশ।
শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তার কপালে লাল টিপ, মাথার খোঁপায় লাল-সাদা গোলাপ আর চোখে স্টাইলিশ রোদচশমা তাকে দিয়েছে এক অসাধারণ আভিজাত্যপূর্ণ লুক। হাতে পাথরের চুড়ি ও বালা পরা থাকলেও, এই পুরো সাজের সবচেয়ে বড় আকর্ষণ ছিল তার হাতে থাকা টুকটুকে লাল আপেল।
নায়িকা সেই আপেল নিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন। কখনও হাতের মধ্যে ধরে, কখনও মাথার উপর ব্যালান্স করে, আবার কখনও ঠোঁটের কাছে নিয়ে ছবি তুলেছেন। এই ছবিগুলো পোস্ট করে জয়া ক্যাপশনে রহস্যময়ভাবে লিখেছেন, “আপেল হয়ো না।”
জয়ার এই অসাধারণ ছবিগুলো প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ভক্ত ও অনুরাগীরা মন্তব্য বাক্স ভরে দিয়েছেন ভালোবাসা দিয়ে। কেউ লিখেছেন, “খুব সুন্দর লাগছে,” আবার কেউ উচ্ছ্বাসের সঙ্গে লিখেছেন, “লাভ অফ মাই লাইফ।” কেউ কেউ মজার ছলে লিখেছেন, “পুরো আগুন লাগছে। কে কোথায় আছিস, জল নিয়ে আয়।”