মাদারীপুরের রাজৈরের ঢাকা বরিশাল মহাসড়কের কালিবাড়ি আইলেনের সামনে কার্ভাট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত হয়েছেন। নিহত দুই জন রাজৈর উপজেলার আমগ্রামের বাসিন্দা। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
পুলিশ ও পরিবার জানায়, (১০ ডিসেম্বর) বুধবার বিকেলে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে আমগ্রাম ফেরার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের কালিবাড়ি আইলেন সামনে এলে বরিশাল থেকে ছেরে আসা একটি কার্ভাট ভ্যানের চাপায় ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষে ঘটনা স্থলেই স্বর্ন ব্যবসায়ী পলাশ গাইন ( ৩৪) মারা যায় গুরুতর আহত ভ্যান চালক বিপ্লব সরকার (৩৪) কে হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যায়, নিহত দুইজনে বাড়ি আমগ্রাম দক্ষিন পাড়ায়। পলাশ একই এলাকার নিত্যানন্দ গাইনের ছেলে ও বিপ্লব
বিকাশ সরকারের ছেলে।
মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো: মামুন আল রশিদ জানান, ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈর কালিবাড়ি আইলেনের সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছে, ঘাতক কার্ভাট ভ্যানটিকে আটক করা হয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।
মন্তব্য করুন