
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী বুধবার (১০ ডিসেম্বর) এই তালিকা প্রকাশ করা হবে। এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয় নাগরিক পার্টির প্রথম ধাপের প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে আগামীকাল। সকাল ১০টায় বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, সমসাময়িক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটি কর্মসূচিতে এ তথ্য জানানো হয়। যদিও কোন বিষয় নিয়ে তিনি কথা বলবেন তা কর্মসূচিতে উল্লেখ করা হয়নি, তবে সমসাময়িক ইস্যু নিয়েই আলোচনা হবে বলে জানানো হয়েছে।
সম্প্রতি আসিফ মাহমুদের নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা এবং প্রার্থিতা ঘোষণার আগে উপদেষ্টা পদ থেকে তার পদত্যাগের বিষয়টি আলোচনায় রয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি বুধবার এ বিষয়গুলো নিয়েই বক্তব্য দিতে পারেন।
মন্তব্য করুন