এসএসসি ও দালিখ পরীক্ষার সময় ঘনিয়ে এলে কোচিং সেন্টারগুলোর প্রতিযোগিতা যেন ভিন্ন মাত্রা নেয়। শহরের বিভিন্ন দেয়ালে সম্প্রতি চোখে পড়ছে “উদ্ভাস” নামের একটি কোচিং সেন্টারের আকর্ষণীয় পোস্টার “এসএসসি -২৬ মডেল টেস্ট”, “২০০০ টাকা ছাড়”, “টেস্ট পরীক্ষার পর শুরু” এমন নানা লোভনীয় বিজ্ঞাপন শিক্ষার্থী ও অভিভাবকদের দৃষ্টি কেড়েছে।
উদ্ভাসে’র বিভিন্ন জায়গায় সাটানো পোষ্টার বিশ্লেষণে দেখা যায়, একই ধরনের পোস্টার সারি সারি টাঙানো। বড় অক্ষরে লেখা ছাড়ের ঘোষণা এবং পরীক্ষার প্রস্তুতির নামে সুবিধার প্রতিশ্রæতি। এসব দেখে অনেকেই ভাবছেন প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের সাহায্য করতে নাকি ব্যবসা বাড়াতে এমন চটকদার প্রচারণায় মেতে উঠেছে উদ্ভাস।
অভিভাবকদের একাংশের দাবি, অতিরিক্ত বিজ্ঞাপন ও ছাড়ের নামে কোচিং সেন্টারগুলো এখন বাণিজ্যিক প্রতিযোগিতায় নেমেছে। এ বিষয়ে নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম বলেন, “ আমার সন্তানও এবার এসএসসি পরিক্ষার্থী। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে টেষ্ট পরিক্ষার পর অতিরিক্ত ক্লাস নেওয়া হচ্ছে। এর পরও যদি কোন কোচিং সেন্টারগুলি শিক্ষার্থীরা বিভ্রান্ত করে আকৃষ্ট করে তাহলে এটা চরম বিপর্যায় হবে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
নাম প্রকাশে অনেক শিক্ষার্থীদেরও একই অভিযোগ। আবার অনেকে বলেন, বিভিন্ন কোচিংয়ের অফার দেখে মনে হচ্ছে যেন টিউশনি নয়, একধরনের বাজার প্রতিযোগিতা চলছে। তারা মনে করেন মূল পড়ালেখার চেয়ে বিজ্ঞাপনই এখন বেশি জোরালো।
শিক্ষাবিদরা এসব বিজ্ঞাপন নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। তাদের মতে, কোচিং সেন্টারগুলো যদি শিক্ষার মানের পরিবর্তে প্রচারণায় বেশি গুরুত্ব দেয়, তাহলে শিক্ষার্থীরা ভুল পথে ধাবিত হওয়ার আশঙ্কা থাকে।
এ বিষয়ে “উদ্ভাস” এর পরিচালকের সাথে কথা বলতে চাইলে নড়াইল শাখা প্রধান রিপন বলেন, উদ্ভাস কোচিং যারা পরিচালনা করেন তাদের মোবাইল নাম্বার দেওয়া যাবে না। ১০ হাজার ৫০০ টাকা নিয়ে শিক্ষার্থীদের কি শেখাবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শুধুমাত্র মডেল টেষ্ট পরীক্ষা নেব। আর বিগত বছরের কিছু প্রশ্ন তাদেরকে দেব। তিনি আরও বলেন, আমাদের পরীক্ষা পর্যায়ক্রমে সকাল সাড়ে ৮টা থেকে সন্ধা সাড়ে ছয়টা পর্যন্ত চলবে।
উদ্ভাসের অতিরিক্ত বাণিজ্যিকীকরণের এই বাস্তবতায় অভিভাবক– ও শিক্ষার্থীদের মাঝে বাড়ছে অনিশ্চয়তা। শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন প্রশাসনের সঠিক দিকনির্দেশনা ও নিয়ন্ত্রণই পারে এ অবস্থা স্বাভাবিক রাখতে।
মন্তব্য করুন