
বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী সানি লিওন গ্ল্যামার এবং ব্যক্তিগত জীবনের নানা কারণে বহুবার সংবাদ শিরোনামে এসেছেন। তবে সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানে তার উপস্থিতি দর্শকদের জন্য এক ভিন্ন মাত্রার চমক নিয়ে আসে। রূপসী সাজ বা গ্ল্যামারের চেয়ে বরং ব্যতিক্রমী পোশাকে হাজির হয়ে মুহূর্তেই দর্শক ও অতিথিদের চোখে ধরা পড়েন তিনি।
ভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী, ক্রিস্টালখচিত সিলভার পোশাকের সঙ্গে গোলাপি মিনি ওভারস্কার্ট পরে র্যাম্পে প্রবেশ করেছিলেন সানি। মঞ্চে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তিনি ওভারস্কার্টটি সরিয়ে দেন এবং পুরোপুরি ক্রিস্টাল দ্বারা তৈরি রূপালি পোশাকে ধরা দেন। কিন্তু চমক সেখানে শেষ হয়নি—স্কার্টে ঝুলছিল সারি সারি কনডমের প্যাকেট। দর্শকরা একেবারে স্তম্ভিত।
কিন্তু কেন কনডমকে ফ্যাশনের অংশ বানালেন সানি? জানা গেছে, এটি শুধুই পাবলিসিটির জন্য নয়। তিনি ফ্যাশনকে সচেতনতার সঙ্গে যুক্ত করতে চেয়েছেন। ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবসে, এই বিশেষ পোশাকে তিনি দর্শক ও অনুরাগীদের কাছে এইচআইভি ও এইডস প্রতিরোধে কনডোম ব্যবহারের গুরুত্বের বার্তা পৌঁছে দেন। জাঁকজমক ও আধুনিকতার মধ্যে নিরাপত্তার গুরুত্ব ভুলে যাওয়া যাবে না—এই বার্তাই তিনি দেন।
সানিকে সর্বশেষ দেখা গেছে চলতি বছরে মুক্তিপ্রাপ্ত “ব্যাডাস রবি কুমার” সিনেমায়, যা পরিচালনা করেছেন কিথ গোমস। ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন হিমেশ রেশমিয়া, কীর্তি কুলহারি, জনি লিভারসহ আরও অনেকে। এছাড়াও তার পরিচিত কিছু সিনেমা হলো—জিসম ২ (২০১২), জ্যাকপট (২০১৩), রাগিনী এমএমএস ২ (২০১৪), এক পেহেলি লীলা (২০১৫), এবং তেরা ইন্তেজার (২০১৭)।
মন্তব্য করুন