
‘বাংলাদেশ রেলওয়ের রোলিংস্টক ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ–সংশ্লিষ্ট কর্মীরা প্রশিক্ষণে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। দক্ষিণ কোরিয়া সরকারের অনুদানে পরিচালিত এই দক্ষতা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবেই তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
আগামী সোমবার (৮ ডিসেম্বর) তারা ঢাকা ত্যাগ করবেন। প্রশিক্ষণে বিভিন্ন লোকোমোটিভ কারখানা ও লোকোসেডের ১০ জন কর্মী এবং সমন্বয়ক হিসেবে ২ জন কর্মকর্তা অংশ নেবেন। ৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার বুসানের কোরিয়া রেল ওয়ার্কশপে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রকল্পটি দক্ষিণ কোরিয়া সরকারের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
ইতোমধ্যে প্রকল্পের আওতায় পাহাড়তলী ডিজেল ওয়ার্কশপে দুই দফায় মোট ৬০ জন কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কোরিয়ান প্রশিক্ষকরা কোর্স শেষে পরীক্ষা নিয়ে বাংলাদেশ রেলওয়েকে মূল্যায়ন প্রতিবেদন জমা দেন। সেই মূল্যায়নের ভিত্তিতেই এবারকার প্রশিক্ষণার্থীরা নির্বাচিত হয়েছেন।
মন্তব্য করুন