
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লার সমর্থকরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দেড় ঘণ্টা অবরোধ করেছেন।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৭টা পর্যন্ত শিবচরের মাদবরেরচর ইউনিয়নের মোল্লার বাজার এলাকায় সমর্থকরা মশাল হাতে অবস্থান নেন। তারা মশাল মিছিল বের করে সড়ক অবরোধ করলে দক্ষিণাঞ্চল থেকে রাজধানী ঢাকার ২১ জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই লেন জুড়ে শত শত গাড়ি আটকে পড়ে, যা যাত্রীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়।
সূত্র জানায়, ৩ নভেম্বর মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পান কামাল জামান নুরুদ্দিন মোল্লা। তবে পরদিন দলীয় হাইকমান্ড অনিবার্য কারণে তার মনোনয়ন স্থগিত করে। প্রায় এক মাস পর ৪ ডিসেম্বর বিএনপি নতুন প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তারকে মনোনয়ন দেয়। এই ঘোষণায় ক্ষুব্ধ হয়ে সমর্থকরা শনিবার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
পরবর্তীতে তারা তিন দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন।
শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা বলেন, “শিবচরে কামাল জামান নুরুদ্দিন মোল্লা একজন জনপ্রিয় নেতা। তার মনোনয়ন স্থগিত করা হয়েছিল। হঠাৎ অন্য প্রার্থী মনোনয়ন পায়। আমরা চাই তার মনোনয়ন বহাল থাকুক। মনোনয়ন বহাল না হলে বৃহৎ কর্মসূচি দেওয়া হবে।”
মন্তব্য করুন