ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও দুইটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধনের দাবিতে ইসির সামনে অনশন করা তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’ এবং ‘জনতার দল’—এই দুই দলই নিবন্ধনের শর্ত পূরণ করেছে বলে জানায় ইসি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, কয়েক দফা যাচাই-বাছাই ও পুনঃতদন্তের পর আমজনতার দল ও জনতার দলের জেলা এবং উপজেলা পর্যায়ের কার্যক্রম ও কার্যালয়ের অস্তিত্ব পাওয়া গেছে। নিবন্ধনের প্রয়োজনীয় শর্ত পূরণ করায় তাদের নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এছাড়া দল দুটির বিষয়ে কোনো আপত্তি থাকলে তা জানানোর জন্য আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত সময় রেখে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে। শুক্রবার পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
এর আগে নতুন দুটি রাজনৈতিক দল—এনসিপি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)—ইসির নিবন্ধন লাভ করে।
উল্লেখ্য, ‘জনতার দল’-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল এবং মহাসচিব মো. আযম খান।
|
৩ জানুয়ারী, ২০২৬