
মিয়ানমারের একটি চায়ের দোকানে ভয়াবহ বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, এক উদ্ধারকর্মী এবং দুজন বাসিন্দা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (৬ ডিসেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন এ তথ্য জানায়।
স্থানীয় প্রশাসনের বরাতে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সাগাইং অঞ্চলের তাবাইং টাউনশিপে দুটি বোমা হামলা চালানো হয়। এর মধ্যে একটি সরাসরি আঘাত হানে ব্যস্ত ওই চায়ের দোকানে। এতে ১৮ জন নিহত এবং ২০ জন আহত হন।
উদ্ধারকর্মীরা বলেন, হামলার প্রায় ১৫ মিনিট পর তারা ঘটনাস্থলে পৌঁছান। সাতজন ঘটনাস্থলেই মারা যান, বাকিদের হাসপাতালের নেওয়ার পর মৃত্যু হয়। হামলায় চায়ের দোকানসহ আশপাশের প্রায় ডজনখানেক বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
একজন জীবিত বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শী জানান, তিনি তখন দোকানে বসে টেলিভিশনে বক্সিং ম্যাচ দেখছিলেন। বিমানের শব্দ শুনে মাটিতে শুয়ে পড়ায় তিনি প্রাণে রক্ষা পান। বিস্ফোরণের শব্দ ছিল অত্যন্ত তীব্র, আর মাথার ওপর বিশাল আগুনের গোলা দেখতে পেয়েছিলেন তিনি।
হামলা সম্পর্কে জান্তা সরকারের কোনো কর্মকর্তা এএফপিকে মন্তব্য দিতে রাজি হননি।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার নিহতদের জানাজা ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে। স্থানীয়রা জানান, বিস্ফোরণে অনেকের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তোয়ালে দিয়ে ঢেকে রাখা হয়।
এর আগে গত মে মাসে সাগাইং অঞ্চলে জান্তার আরেকটি বিমান হামলায় ২২ জন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে ২০ জনই ছিলেন শিশু।
মন্তব্য করুন