
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাত ৭টার পর তিনি হাসপাতালে পৌঁছে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন।
পরিদর্শনকালে তিনি সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন এবং দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার আহ্বান জানান। এসময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তার সঙ্গে ছিলেন।
হাসপাতালে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ খালেদা জিয়ার পরিবার ও চিকিৎসকরা। পরে চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা ব্যবস্থার বিষয়ে বিস্তারিত অবহিত করেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স, যুক্তরাজ্য, চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
এর আগে সকালে যুক্তরাজ্য থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডা. রিচার্ড বিলি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। চিকিৎসা বোর্ডের সদস্যরা জানান, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল থাকলেও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিদেশি চিকিৎসকদের অতিরিক্ত মতামত জরুরি হয়ে পড়েছে। এ লক্ষ্যে তাদের সঙ্গে চিকিৎসা রিপোর্ট ও সাম্প্রতিক পরীক্ষার সব তথ্য শেয়ার করা হয়েছে।
বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে খালেদা জিয়ার চিকিৎসায় নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে।
এদিকে, খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম ধীরগতিতে চলছে। দেশজুড়ে তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন