
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় চার সদস্যের চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল বুধবার (৩ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।
এর আগে সকালে যুক্তরাজ্য থেকে চিকিৎসা সহায়তায় যোগ দিতে বিশেষজ্ঞ দলের প্রধান ডা. রিচার্ড বিলি এভারকেয়ারে পৌঁছান। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এবং চলমান চিকিৎসা ব্যবস্থার আরও গভীর মূল্যায়নের জন্য অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত প্রয়োজন বলে হাসপাতালের মেডিকেল বোর্ড জানিয়েছে। সে কারণেই যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে খালেদা জিয়ার চিকিৎসায় নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে তার স্বাস্থ্যখবর নিতে সন্ধ্যা ৭টার পর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন এবং দেশবাসীর কাছে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনার আহ্বান জানান। প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থানকালে তিনি পরিবারের সদস্য ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
হাসপাতাল পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন