
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন এবং বিদেশে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। তবে তাঁর বিদেশে চিকিৎসা নেওয়া সম্পূর্ণ নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। বিএনপি নেতাকর্মী ও দেশের বিভিন্ন স্তরের মানুষ খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করছেন এবং গুজব ছড়ানো এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেনের বরাতে বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবীর খান জানিয়েছেন, “চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আজ রাতে মেডিকেল বোর্ডের বৈঠকে তাঁর অবস্থা মূল্যায়ন করা হবে।”
তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার পাশে রয়েছেন এবং চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়ে তাঁর চিকিৎসার তত্ত্বাবধান করছেন।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
মন্তব্য করুন