দেশের বিভিন্ন স্থানে ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। তবে আপাতত সারাদেশেই আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৬ ডিসেম্বর) আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরে দেশের কিছু স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা বড় পরিবর্তন ছাড়া প্রায় একই থাকবে।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে—আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া এবং ভোরে কোথাও কোথাও হালকা কুয়াশার সম্ভাবনা। তাপমাত্রা প্রায় স্থির থাকবে।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকবে। ভোরে ছড়িয়ে–ছিটিয়ে হালকা কুয়াশা পড়তে পারে। রাত–দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় একই প্রবণতা বজায় থাকবে—আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া এবং ভোরে হালকা কুয়াশার সম্ভাবনা। তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া প্রত্যাশা করা হচ্ছে। ভোরবেলায় কোথাও কোথাও হালকা কুয়াশা হতে পারে। রাত–দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে।
|
৩ জানুয়ারী, ২০২৬
